জামালপুরে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

নিজস্ব প্রতিবেদক ।।
সারাদেশের সাথে এক যোগে জামালপুরে আজ থেকে শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।
আজ বৃহস্পতিবার সকাল থেকেই স্ব স্ব কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিয়েছে পরীক্ষার্থীরা। জেলায় এ বছর ৩৫ হাজার ৮৪৫ জন পরীক্ষার্থী ৮৫ টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে মাধ্যমিক স্কুলের ২৬ হাজার ৩৭৬ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৪ হাজার ৮৯১ জন এবং কারিগরিতে শিক্ষা বোর্ডের অধীনে ৪ হাজার ৫৭৮ জন। বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা মোতাবেক সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং প্রশ্নপত্র ফাঁস, গুজব, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িতদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী ১০ এপ্রিল শুরু হয়ে পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এবারের এসএসসি পরীক্ষা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)