মোঃ সাইদুর রহমান সাদী \
জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কেন্দুয়া বাংলাদেশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবছর ৭টি বিদ্যালয়ের ৬শ ৩৭ জন পরীক্ষার্থী এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানা যায়। বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমনুর করিম সূত্রে জানা যায়, এ বছর বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ১শ ৩১ জন, কুটামনি উচ্চ বিদ্যালয়ের ১শ ০১ জন, নারিকেলী উচ্চ বিদ্যালয়ের ৭৮ জন, বি.কে.এস.বি উচ্চ বিদ্যালয়ের ৯৩ জন, কামালখান হাট উচ্চ বিদ্যালয়ের ৫৯ জন, রহিমা কাজেম উদ্দিন গালস্ স্কুল এন্ড কলেজের ৮৯ জন ও পাবই সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ৮৬ জন পরীক্ষার্থী এবছর এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করবেন কেন্দুয়া বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমনুর করিম, সহকারী কেন্দ্র সচিব (ভেন্যু) দায়িত্ব পালন করবেন কুটামনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশীদ আলম। হল সুপারের দায়িত্ব পালন করবেন কেন্দুয়া বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ সাইফুল আলম ও হল সুপার (ভেন্যু) দায়িত্ব পালন করবেন বি.কে.এস.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে থাকবেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাবেরী শারমিন। কেন্দুয়া বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ রুহুল আমিন মিলন জানান, এবছর বাংলাদেশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্তভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হবে। একইসঙ্গে অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে যেন তারা অপ্রয়োজনে কেন্দ্রে ভিড় না করেন, যাতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারে।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন