ইউনিয়ন বিএনপির সম্মেলন ।। সভাপতি বিপ্লব তরফদার, সাধারণ সম্পাদক স্বপন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

মাদারগঞ্জ প্রতিনিধি ।।

জামালপুরের মাদাগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার সভাপতি ও শফিউল ইসলাম স্বপন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
শুক্রবার রাতে জামালপুর আরাফাত রহমান কোকো মিলনায়তনে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৪৫ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সম্মেলনে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার ২২ ভোট, শাহ মোহাম্মদ মজনু ফকির ১৮ ভোট ও অধ্যাপক আলমগীর কবির ৫ ভোট পেয়েছেন এবং সাধারণ সম্পাদক প্রার্থী শফিউল ইসলাম স্বপন ২৪ ভোট ও আব্দুস সোবাহান ফকির ২১ ভোট পেয়েছেন।
শুক্রবার বিকালে জামালপুর আরাফাত রহমান কোকো মিলনায়তনে চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। উপজেলা বিএনপির আহবায়ক আইনজীবী মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে সম্মেলনের বিশেষ অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির উপদেষ্টা ফায়েজুল ইসলাম লাঞ্জু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান প্রমুখ। দীর্ঘদিন পর সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণের এই প্রক্রিয়া বিএনপির অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন দলের নেতা-কর্মীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)