সানন্দবাড়ীতে সুষ্ঠুভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

নিজস্ব প্রতিবেদক ।।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (১০ এপ্রিল) বৃহস্পতিবার এস এস সি ও সমমানের পরীক্ষা বাংলা প্রথম পত্র সুষ্ঠু সুশৃংখল ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হযেছে।

এ বছর কেন্দ্রটিতে ৮টি বিদ্যালয়ের মোট ৫৯০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছে আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ৯ জন।

অপরদিকে সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে কোরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা ২০৭ জন, উপস্থিত ২০৫ অনুপস্থিত ২ জন।
সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করেন দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ খুরশীদ আলম চৌধুরী ও মো. রফিকুল ইসলাম। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জয়নুল আবেদীন।
অপরদিকে সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্র পরিদর্শকের দায়িত্ব পালন করেন, দেওয়ানগঞ্জ উপজেলা ইন্সট্রাক্টর ইউ আর সি মহির উদ্দিন।
কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রশিদ আকন্দ।
এ সময় পরিদর্শক দল পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)