নব সূর্য, নতুন প্রত্যাশা — পহেলা বৈশাখে বাঙালির প্রাণ জাগরণ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

\ মোঃ রাশেদুর রহমান রাসেল \

নতুন বছর আসে নতুন সম্ভাবনার আলো নিয়ে। বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ আমাদের জন্য কেবল একটি দিন নয়—এটি বাঙালির আত্মপরিচয়, সংস্কৃতি ও প্রাণের উৎসব। বছরের প্রথম সকালটিতে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা, বৈশাখী গান, পান্তা-ইলিশের স্বাদ আর রঙিন পোশাকে মানুষের মিলনমেলা যেন জীবনের প্রতিটি রঙকে একসাথে উদযাপন করে। এদিন আমরা ভুলে যাই ব্যক্তিগত কষ্ট, হতাশা ও ক্লান্তির দীর্ঘ ছায়া। বৈশাখ আসে সবাইকে এক কাতারে নিয়ে আসতে—ধনী-গরিব, শহর-গ্রাম, নারী-পুরুষ, সব বিভেদ ভুলিয়ে দিয়ে উৎসবে মিলিয়ে দেয় এক অপূর্ব ঐক্যের সুরে। তবে আমরা যদি একটু থেমে গভীরভাবে ভাবি, এই নববর্ষে আমাদের প্রশ্ন করা উচিত—আমরা সমাজে কতটা সুবিচার, সহনশীলতা ও মানবিকতা গড়ে তুলতে পেরেছি? বৈশাখের রঙ যেন শুধু বাহ্যিক না হয়, বরং আমাদের চিন্তা, চেতনা ও আচরণেও নতুন দিনের আলোর ছোঁয়া আনুক। বাংলা নববর্ষের এই উৎসব যেন শুধুই আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। এর গভীরতর অর্থ হোক—নতুন করে ভাবা, বদলে যাওয়া, আর নিজের দায়বদ্ধতাকে স্বীকার করে এগিয়ে চলা। নতুন বছরে হোক প্রতিজ্ঞা—বিদ্বেষ নয়, ভালোবাসাই হোক চালিকাশক্তি।

আমরা “দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন” পত্রিকার পক্ষ থেকে সকল পাঠক, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে জানাই বাংলা নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা।

নতুন সূর্য উঠুক প্রত্যাশার নতুন সম্ভাবনা নিয়ে, নতুন বছর বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল। “শুভ নববর্ষ ১৪৩২!”

লেখক : সম্পাদক ও প্রকাশক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন, জামালপুর।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)