![]() |
\ মোঃ রাশেদুর রহমান রাসেল \ |
একজন সম্পাদক হিসেবে এই কলম ধরার প্রতিটি মুহূর্তে আমার মনে পড়ে যায় আমাদের সবচেয়ে বড় দায়িত্ব সত্যের প্রতি দায়বদ্ধতা, এবং সকল পাঠকের প্রতি আমাদের জবাবদিহিতা। সাংবাদিকতা একটি মহান পেশা, আর এই পেশায় যারা কাজ করি—বিশেষ করে যারা সম্পাদকীয় দায়িত্বে থাকি—তাদের জন্য নিরপেক্ষ থাকা শুধু চাওয়া নয়, এটা বাধ্যবাধকতা। বিভিন্ন সময়ে প্রশ্ন ওঠে, “আপনারা কি কোনো দলকে বেশি কাভার করেন?”—এই প্রশ্নের উত্তর সোজাসাপ্টা: যে দল সরকারে থাকে, তাদের কর্মকাণ্ড বেশি হয়, তাই স্বাভাবিকভাবেই তাদের ঘিরেই নিউজের সংখ্যাও বেশি হয়। রাস্তা উদ্বোধন, বাজেট ঘোষণা, উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক সিদ্ধান্ত—এসব সবই তখনকার শাসক দলের উদ্যোগে হয়। ফলে প্রচুর রিপোর্ট আসে, সংবাদ হয় বেশি। তবে এর মানে এই নয় যে বিরোধী দলের খবর প্রকাশিত হয় না। তারা যখন জনস্বার্থে কিছু বলেন বা করেন, সংবাদযোগ্য কিছু ঘটায়—আমরা তা সমান গুরুত্বেই প্রকাশ করি। সত্য ও গুরুত্ব—এই দুইয়ের উপর ভিত্তি করেই আমাদের নিউজ নির্বাচন হয়, দলের রঙ দেখে নয়। এখন, অনেকেই বলেন—“ফলান সাংবাদিক তো অমুক দলের পক্ষে কথা বলেন।” এটা অস্বীকার করি না, কারণ একজন সাংবাদিকও একজন নাগরিক। তার নিজস্ব রাজনৈতিক পছন্দ-অপছন্দ থাকতেই পারে। কিন্তু, সম্পাদকীয় চেয়ারে বসে থাকা ব্যক্তি যদি সেই ব্যক্তিগত মতামতকে নিজের কাজের অংশ করে ফেলেন, তাহলে পত্রিকার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। আমি ব্যক্তিগতভাবে যা-ই ভাবি না কেন, সম্পাদক হিসেবে আমার কাছে সব দলের অবস্থান সমান। আমরা প্রতিদিন খবর প্রকাশ করি নানা দিক থেকে—সরকারের ভালো কাজ যেমন তুলে ধরি, তেমনি সমালোচনা ও দুর্নীতির খবরও গুরুত্ব দিয়ে দিই। কারণ আমরা জানি, জনগণ সত্য চায়, পক্ষপাত নয়। একজন সাধারণ মানুষ কী জানবে, কোন সিদ্ধান্ত নেবে—সেটা অনেকটাই নির্ভর করে সংবাদপত্রের রিপোর্টের উপর। তাই আমাদের দায়িত্ব অনেক বেশি। আমাদের কাছে আগে পাঠক। পাঠক মানেই জনগণ। আর জনগণের প্রতি দায়বদ্ধ থাকাই সাংবাদিকতার মূলমন্ত্র।
দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন এই নামে আমরা শুধু পত্রিকা চালাই না, বরং একটি আদর্শ ধারণ করে এগিয়ে চলি। এই আদর্শে রাজনৈতিক পক্ষপাতের কোনো স্থান নেই। সত্য, ন্যায় এবং জনগণের কল্যাণই আমাদের একমাত্র পথ।
লেখক : সম্পাদক ও প্রকাশক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন, জামালপুর।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন