নান্দিনার চকবেলতৈল বাজারে আগুনে পুড়লো ব্যবসায়ী ফারুকের দোকান

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


ছাইদুর রহমান \ 

জামালপুর সদর উপজেলার নান্দিনাস্থ ৯নং রানাগাছা ইউনিয়নের চকবেলতৈল বাজারে ফারুক হোসেন নামে এক ব্যবসায়ীর মুদি দোকান পুড়ে ছাই হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ফজলুল হক জানান, চকবেলতৈল গ্রামের বাসিন্দা ফারুক হোসেন সকালে বাড়ী থেকে ৪৫ হাজার টাকা দোকানের ক্যাস বাক্সে রেখে লক্ষ্মীরচর যায়। কিছুক্ষণের মধ্যেই তার দোকান দাউ দাউ করে জ্বলতে থাকে। এলাকার লোকজন আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেয়া হয় জামালপুর ফায়ার সার্ভিসে। দমকল বাহিনীর কর্মিরা গাড়ী নিয়ে দুর্ঘটনাস্থলে যাবার আগেই আগুন নিভিয়ে ফেলেন লোকজন। ফায়ার সার্ভিসের লোকজন রিপোর্ট নিয়ে চলে আসে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান নগদ টাকা, দোকানের টিভি ফ্রিজ, মালামালসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)