উদীয়মান তারকা রিয়াদ আহসানের সঙ্গীতের জাদু—৬ মাসেই ৫ কোটি ভিউ!

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

রিয়াদ আহসান

মোঃ সাইদুর রহমান সাদী \

বাংলাদেশের সংগীত জগতে নতুন উজ্জ্বল নাম রিয়াদ আহসান। মাত্র ছয় মাসেই তার গাওয়া “এমন জীবন কেনো দিলা” গানটি ইউটিউবে ৫১ মিলিয়ন (৫ কোটিরও বেশি) ভিউ অতিক্রম করেছে। গানটি শুধু ইউটিউবেই নয়, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গেছে। হৃদয়স্পর্শী কথা আর অনবদ্য সুরের কারণে গানটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।

জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের নাকাটি গ্রামের সন্তান রিয়াদ আহসান ছোটবেলা থেকেই গানের প্রতি ভালোবাসা লালন করেছেন। তার বাবার নাম মো. সুলতান হোসেন। ২০১৯ সালে কুটামনি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করা রিয়াদ এখন পুরোদস্তুর সংগীতশিল্পী। তার কণ্ঠের মায়াবী টান ও সুরের আবেগই তাকে শ্রোতাদের কাছে দ্রুত জনপ্রিয় করে তুলেছে।

এর আগেও তিনি উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান। ‘মেয়েরে তুই মানুষ ভালা না’, ‘পাষাণী কন্যা’, ‘কেনো এতো ছলনা’, ‘তুমি অন্য কারো গল্পের রানি’—প্রতিটি গানই শ্রোতাদের মন জয় করেছে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার গান ‘না জানি কোন দোষে’ যা নিয়েও ইতোমধ্যেই ভালো সাড়া পাওয়া যাচ্ছে।

এমন জীবন কেনো দিলা গানটির গীতিকার জে.এস জিসান এবং সংগীত পরিচালনা করেছেন ওয়াহেদ শাহীন। মাত্র ছয় মাসেই এই বিপুল শ্রোতাপ্রিয়তা পেয়ে অভিভূত রিয়াদ বলেন, আমি কখনো ভাবিনি এত অল্প সময়ে এত মানুষের ভালোবাসা পাবো। এই গানটি আমার সংগীতজীবনের বড় এক টার্নিং পয়েন্ট। শ্রোতারা যদি আমাকে এতটা সাপোর্ট না করতেন, তাহলে এতদূর আসতে পারতাম না। সামনে আরও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। 

শ্রোতাদের জন্য আরও নতুন চমক নিয়ে আসছেন এই তরুণ তারকা। শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে তার নতুন গান ‘বেহায়া’, ‘ঐ খোদায় জানে’, ‘পরান বন্ধু’, ‘প্রাক্তন প্রেমিকা’ সহ আরও বেশ কিছু গান। শুধু একক গান নয়, নাটকের গানেও শোনা যাবে তার কণ্ঠ।

অল্প সময়ে যে জনপ্রিয়তা রিয়াদ আহসান অর্জন করেছেন, তা প্রমাণ করে তার সংগীতের প্রতি একাগ্রতা ও প্রতিভা। সংগীতপ্রেমীরা এখন অপেক্ষায় রয়েছেন তার পরবর্তী গানগুলোর জন্য।


গানটি শুনুন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)