জামালপুর-নান্দিনা রোডে ফের রাজিব পরিবহনের বাস দুর্ঘটনার শিকার

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


ছাইদুর রহমান \ 

জামালপুর-নান্দিনা-ময়মনসিংহ সড়কের শরিফপুর ইউনিয়নের ছোট জয়রামপুর আলম চেয়ারম্যানের বাড়ী সংলগ্ন রাস্তায় ফের রাজিব পরিবহনের একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। ওই স্থানে চলন্ত রাজিব বাসের সাথে প্রাণ কোম্পানীর মালামাল বহনকারী কার্গোর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুটো গাড়ীর সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে গাড়ী চালকসহ ৫জন গুরুতর আহত হয়েছেন। জখম অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। গত ২০০৪ সনে এখানে ট্রাকের সাথে যাত্রীবাহী টেম্পুর দুর্ঘটনায় নান্দিনা এলাকার ৫জন নিহত হয়। এরপর একাধিক দুর্ঘটনা ঘটেছে ওই স্থানে। চলতি সনের ২ মার্চ একই জায়গায় রাজিব বাসের সাথে বেটারি চালিত অটোর সংঘর্ষে আবুল কাশেম (৩৫) নামে একজন অটোযাত্রী মারা যায়। ওই দুর্ঘটনায় আহত হন আরো কয়েকজন। দুর্ঘটনার পর উত্তেজিত ও বিক্ষুব্ধ এলাকাবাসী রাজিব বাসে আগুন ধরিয়ে দেয়। সর্বশেষ  শুক্রবার ফের একই স্থানে রাজিব বাসের সাথে কার্গোর মুখোমুখি দুর্ঘটনায় ৫জন আহত হলো। ছোটজয়রামপুর গ্রামের ওই স্থানে কেন বার বার সড়ক দুর্ঘটনা ঘটছে এনিয়ে চলছে বিস্তর আলোচনা ও সমালোচনা। অনেককেই বলতে শুনা গেছে ছোটজয়রামপুর এলাকায় রাস্তারটি অনেক বাঁকা। এক পাশ থেকে দ্রুতগামী কোনো গাড়ী আসা যাওয়ার সময় অন্য প্রান্ত থেকে দেখা যায় না। যে কারণে দুর্ঘটনা হচ্ছে বার বার। আবার অনেকেই বলছেন, রাজিব পরিবহনের প্রতিটি গাড়ীর গতি অনেক বেশি। চালক বেশি গতিতে গাড়ি চালায় বলে বার বার দুর্ঘটনায় জান মালের ক্ষতি হচ্ছে। রাজিব বাসের গতি হ্রাসসহ সকল গাড়ীর হ্রাসের দাবি করেছে এলাকার সচেতন মহল।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)