মাদারগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


মাদারগঞ্জ প্রতিনিধি ।।

জামালপুরের মাদারগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে মহান শহীদ ও আহত যোদ্ধাদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাদারগঞ্জ উপজেলা শাখার  আয়োজনে বালিজুড়ী শাহ মাহমুদ ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র নেতা শহিদুজ্জামান এর সভাপতিত্বে ও লেমন মিয়া'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র লুৎফর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি  আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা জামায়াতের সেক্রেটারি   ফরহাদ হোসেন,  পৌর শাখার আমীর আতিকুর রহমান সেলিম, গণ অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার আহবায়ক  মুহাম্মদ হামিদুর রহমান, ইসলামী আন্দোলন মাদারগঞ্জ শাখার মুফতি আব্দুল মান্নান, ছাত্র শিবির উপজেলা শাখার সভাপতি  রমজান আলী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র সিয়াম আহমেদ, রকি রায়হান, মোস্তাক প্রমূখ। পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের মাগফিরাত কামনা ও আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন  হেফাজতে ইসলামের  সহ সভাপতি মাওলানা নূরুল ইসলাম। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য  হিফজুর রহমান বকুলসহ জেলা, উপজেলার নেতৃবৃন্দ,  গণ তান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় কমিটির  ইসতিয়াক আহাম্মেদ সিহাব,  সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।  

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)