নান্দিনার কানিল রেল ক্রসিং এ ট্রেনের সাথে তরমুজ বোঝাই ট্রাকের সংঘর্ষ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

ছাইদুর রহমান।। 
জামালপুর সদর উপজেলার ৯নং রানাগাছা ইউনিয়নের কানিল রেল ক্রসিং এ ট্রেনের সাথে তরমুজ বোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন ট্রেনটির চালক কামাল হোসেন, তাঁর সহকারী ইদ্রিস আলী, গেটম্যান কহিনুর ইসলাম ।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী বেসরকারী কমিউটার-২ দ্রুত গতিতে আসছিল। ওদিকে ঢাকা থেকে সড়কপথে তরমুজ বোঝাই একটি ট্রাক নম্বর- ঢাকা (মেট্টো-ট ২৪-৭৩-৫৫) নান্দিনা বাজারে আসছিল।
বেপরোয়া গতিতে চলমান তরমুজ বোঝাই ট্রাকটি কানিল রেল ক্রসিং এ পৌছে গেটবিয়ার ভেঙ্গে রেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় কমিউটার ট্রেনটিও রেল ক্রসিং অতিক্রম করার সময় তরমুজ বোঝাই ট্রাকটির সাথে সংঘর্ষে লিপ্ত হয়।
এতে ট্রেনের ইঞ্জিনের সাথে ট্রাকের সংঘর্ষে ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ট্রাকটি দুমড়ে মুচড়ে প্রায় একশ গজ দুরে পাশের একটি দোকানের উপর ছিটকে পড়ে। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
ট্রাকভর্তি তরমুজ ভেঙ্গে নষ্ট হয়ে যায়। স্থানীয়রা আরো জানায়, ট্রাকচালক গেটবিয়ার ভেঙ্গে রেল ক্রসিং এর উপর ট্রাক দাঁড় করিয়ে রেখে দ্রুত নেমে পালিয়ে যায়।
নান্দিনা রেলস্টেশনের স্টেশনমাস্টার নাদির হোসেন বলেন, দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনটির ইঞ্জিন বিকল হলেও কোনোরকমে ট্রেনটি ঘটনাস্থল থেকে ধীরে ধীরে নান্দিনা রেলস্টেশন পর্যন্ত নেওয়া হয়েছে। ট্রেনের ইঞ্জিনটির পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে বিকল্প ইঞ্জিন আনা হয়। পরে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, এ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ফোর্সস নিয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি সামাল দেই। এ দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানান ওসি। ট্রাক চালক ও হেলপার ট্রাক থেকে নেমে দ্রুত পালিয়ে যায় বলেও জানন তিনি। এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)