নিজস্ব প্রতিবেদক।।
জামালপুর সদর উপজেলার ৯নং রানাগাছা ইউনিয়নের কানিল এলাকায় সড়ক দুর্ঘটনায় সারামণি (৬) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত সারামণির বাড়ী কানিল খানবাড়ী। তার পিতার নাম শ্যামল মিয়া। স্থানীয়রা জানায়, পোলিও টিকা খাওয়ানোর জন্য শিশু সারামণিকে সঙ্গে নিয়ে প্রধান সড়কপথে পায়ে হেটে তার মা জোসনা বেগম স্থানীয় টিকাকেন্দ্রে যাচ্ছিল। এসময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় সে। সাথে সাথে একটি অটোতে তুলে নান্দিনা বাজারে একটি হসপিটালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। কিন্তু জামালপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক সারামণিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। একটি এ্যাম্বুলেযোগে তাকে ময়মনসিংহ মেডিকেলে নেয়া হয়। আহত সারামণির মামা মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন