সাংবাদিক ছাইদুর রহমানের ছবি ও প্রোফাইল পিকচার চুরি করে পৃথক ভুয়া আইডি খুলার বিরুদ্ধে থানায় জিডি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

সাংবাদিক ছাইদুর রহমান

নিজস্ব প্রতিবেদক \ 

জেলার বহুল প্রচারিত দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক ছাইদুর রহমানের ছবি ও তার ফেসবুক আইডির প্রোফাইল চুরি করে একটি প্রতারক চক্র ফেসবুকে পৃথক ভুয়া আইডি খুলে বিভিন্ন জনের নিকট ফ্রেন্ড রিকোয়েস্ট ও নানা তথ্য ও ছবি পোস্ট করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিক ছাইদুর রহমান গতকাল মঙ্গলবার ১৮ মার্চ জামালপুর সদর থানায় সাধারণ ডায়রি করেছেন। ডায়রি নম্বর ১১৪৬, তারিখ-১৮/০৩/২৫। সাংবাদিক ছাইদুর রহমান অভিযোগ করেন, তিনি বিগত প্রায় ১০ বছর আগে তার নিজের ছবি ও নিজের প্রোফাইল তৈরী করে ফেসবুকে একটি আইডি খুলে ব্যবহার করে আসছেন। কিন্তু গত ১৬ মার্চ দুপুর ৩টার দিকে তিনি দেখতে পান তার ছবি ও প্রোফাইল চুরি করে একটি প্রতারক চক্র আলাদা একটি আইডি খুলে বিভিন্ন জনের নিকট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে এবং ইতিমধ্যে ওই আইডি থেকে বেশ কয়েটি পোস্ট দেখতে পান তিনি। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে গতকাল মঙ্গলবার তিনি জামালপুর সদর থানায় হাজির হয়ে সাধারণ ডায়রি করেছেন। ডায়রিতে তিনি আরো অভিযোগ ওই ভুয়া আইডি থেকে যে কোনো সময় সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, সাম্প্রদায়িক ও রাষ্ট্র বিরোধী কোনো বিভ্রান্তমুলক তথ্য, ছবি ছেড়ে দিয়ে তার ক্ষতি সাধন করতে পারে। তাকে বড় ধরনের বিপদে ফেলতে পারে। তাই তিনি বিষয়টি নিয়ে সবাইকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন। 




একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)