জামালপুরে হাজার কোটি টাকার কেলেঙ্কারি: প্রধান আসামি গ্রেফতার

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সমবায় সমিতির নামে হাজার কোটি টাকার অর্থ কেলেঙ্কারির ঘটনায় প্রধান আসামি শতদল বহুমুখী সমবায় সমিতির পরিচালক আব্দুল বাছেদ (৩৭) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। শুক্রবার (২৮ মার্চ) রাত সাড়ে নয়টায় বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) ওসি মো: নাজমুস সাকিব।
মাদারগঞ্জ উপজেলায় সমবায় কার্যালয়ের নিবন্ধন নিয়ে গড়ে ওঠে দুই শতাধিক সমবায় সমিতি। এসব প্রতিষ্ঠানের মধ্যে শতদল বহুমুখী সমবায় সমিতি, স্বদেশ বহুমুখী সমবায় সমিতি, নবদ্বীপ বহুমুখী সমবায় সমিতি, জনতা শ্রমজীবী সমবায় সমিতি অন্যতম। প্রায় ৫০ হাজার গ্রাহক এসব সমিতিতে হাজার কোটি টাকার আমানত রেখেছেন। শুরুর দিকে লভ্যাংশ দিলেও পরে প্রতিষ্ঠানগুলোর মালিক ও পরিচালকেরা টাকা আত্মসাৎ করে গা-ঢাকা দেন। এতে গ্রাহকেরা সর্বস্বান্ত হয়ে পড়েন। প্রতিদিন টাকা ফেরতের আশায় সমিতির কার্যালয়ের সামনে ভিড় করছেন ভুক্তভোগীরা। টাকা উদ্ধারের দাবিতে তারা বিক্ষোভ ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেন।
গত ৪ ফেব্রুয়ারি হাজারো ভুক্তভোগী মাদারগঞ্জ উপজেলার শহীদ মিনার চত্বরে বিক্ষোভ করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন। এরপর ২৩ মার্চ সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত রাস্তা অবরোধ করেন এবং বিকেলে ডিসি অফিসের সামনে বিক্ষোভ করেন। জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম দ্রুত আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে গ্রাহকরা বিক্ষোভ স্থগিত করেন। এরপর পুলিশ সুপারের নির্দেশনায় জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-১) চৌকস দল ২৮ মার্চ রাত ১২:৪৫ মিনিটে রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক আবাসিক প্রকল্পের "কলাবতী" ভবনের একটি ভাড়া ফ্ল্যাট থেকে আব্দুল বাছেদকে গ্রেফতার করে।
আব্দুল বাছেদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। তার বিরুদ্ধে গ্রাহকের আমানত আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলাগুলোর মধ্যে রয়েছে: মামলা নং: ০৭(০৬)২৩, জিআর নং ১৪৯/২০২৩, মামলা নং: ২০(০৪)২৪, জিআর নং ৮২/২০২৪, মামলা নং: ০৯(০৪)২৪, জিআর নং ৭১/২০২৪, মামলা নং: ০৮(০৩)২৪, জিআর নং ৫১/২০২৪, সিআর মামলা নং: ১৭৩(১)২৪, ১৭৪(১)২৪। এসব মামলায় মাদারগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।
জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) ওসি মো: নাজমুস সাকিব বলেন, "আমরা আইনের শাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই গ্রেফতার অর্থনৈতিক অনিয়মের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির প্রতিফলন। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আসামিকে আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)