মাদারগঞ্জ প্রতিনিধি ।।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে তিন ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে পৌর শহরের বালিজুড়ী বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা। জানা গেছে, ড্রাগ লাইসেন্স, ফার্মাসিস্ট না থাকায় ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় আকন্দ ড্রাগ হাউজকে ২৫ হাজার, বিসমিল্লাহ মেডিসিন কর্নারকে ১০ হাজার এবং সৈনিক ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য সর্তক করা হয়।
অভিযানে জেলা ঔষধ তত্ত্বাবধায়ক কার্যালয়ের ঔষধ পরিদর্শক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) জাহিদুল ইসলাম ও মাদারগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন