সরিষাবাড়িতে দুই মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে বজলুর নামের এক শিক্ষক আটক

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

দুঃশ্চরিত্র শিক্ষক বজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক ।।

জামালপুরের সরিষাবাড়ীতে সাতপোয়া এলাকার রওদাতুল আতফাল মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থী বলাৎকারের শিকার হয়েছে। শনিবার সন্ধ্যায় এমন ঘটনার ভিত্তিতে স্থানীয়রা মাদ্রাসাটি ঘেরাও করে ফেলে। বলাৎকারের ঘটনাতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরলে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পুলিশ পরিস্থিতি সামলাতে হিমশিম খেলে ঘটনাস্থলে সেনাবাহিনীর উপস্থিতিতে স্বাভাবিক হয়। পরে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক বজলুর রহমানকে জনগনের রোষানল থেকে উদ্ধার করে থানা নিয়ে যায় পুলিশ।

স্থানীয়রা জানান- দুঃশ্চরিত্র শিক্ষক বজলুর রহমান (৩০) আজ (শনিবার) সন্ধ্যায় দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকার করে। এই ঘটনা জানাজানি হলে মাদ্রাসা ঘেরাও করে এলাকাবাসী ওই শিক্ষককে ৩ঘন্টা আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আসেন এবং বজলুর রহমানকে আটক করে নিয়ে যায়।

নির্যাতিত এক শিশু শিক্ষার্থীর মা জানান- তার দশ বছরের বাচ্চাকে দুই মাস ধরে বলাৎকার করে আসছিলো লম্পট বজলুর রহমান। ঘটনাটি আমার বাচ্চাটি আজ প্রকাশ করেছে। বর্তমানে আমার শিশু বাচ্চাটিকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

আরেক নির্যাতিত শিশুর মা অভিযোগ করে বলেন, তার নয় বছরের ছেলেকে মাদ্রাসার শিক্ষক বজলুর রহমান চার মাস ধরে বলাৎকার করে আসছে এবং তিনি এর বিচার চান।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন " দুই শিশু শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসাটি জনগন ঘেরাও করেছিলো। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অভিযুক্ত শিক্ষক বজলুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)