আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করবো -----গণতন্ত্র মঞ্চের নেতা বাবলু

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
2 minute read
0


নিজস্ব প্রতিবেদক \

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সকল শহীদের জীবনের বিনিময়ে মহান স্বাধীনতা অর্জন করেছি তাদেরকে শ্রদ্ধাভরে স্বরণ করছি এবং ২৪ এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাই। আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করবো। আজকের এই ইফতার মাহফিল থেকে আমরা ঘোষণা দিয়ে গেলাম আমরা চাঁদাবাজ মুক্ত লুটপাট মুক্ত একটি জামালপুর তথা বাংলাদেশ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। ২৬ মার্চ বুধবার বিকেলে শহরের দেওয়ানপাড়া মোড়ে স্টার কমিউনিটি সেন্টারে গণতন্ত্র মঞ্চ জামালপুর জেলা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আপনারা দেখেছেন গণতন্ত্র মঞ্চ গত ১৬ বছরের ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারকে বিদায় করার জন্য মাঠে যে ভাবে লড়াই সংগ্রাম করেছে, যার ফলশ্রুতিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিরা বাধ্য হয়েছিল পলায়ন করতে। আমরা একটি নতুন সূর্য নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এখানে উপস্থিত হয়েছি। শুধু জামালপুর নয়, সারা বাংলাদেশে আমরা নতুন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, আমি যদি আপনাদের সেবা করার সুযোগ পাই, তা হলে এই জামালপুর থেকে চাঁদাবাজি, লুটতরাজ বন্ধ করবো। যারা জামালপুরে চাঁদাবাজি, লুটতরাজ, প্রতিষ্ঠান দখল বা দখলদারিত্ব করছেন বা করার চিন্তা করছেন সবাইকে হুঁশিয়ার করে দিচ্ছি। এই জামালপুরকে চাঁদাবাজ ও লুটতরাজ মুক্ত করবো। আমরা এই জামালপুর থেকে শুরু করবো। যারা রাজনীতি করবে তাদেরকে দুর্নীতি মুক্ত হতে হবে। চাঁদাবাজ মুক্ত হতে হবে, লুটপাট মুক্ত হতে হবে। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, জামালপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা আজকের এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করার জন্য ভাসানী অনুসারী পরিষদ ও গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাই। গণতন্ত্র মঞ্চ জামালপুর জেলা শাখার সমন্বয়ক মো. আমিন উদ্দিনের সভাপতিত্বে ও সহ-সমন্বয়ক আইনজীবী তাজউদ্দিন সবুজের সঞ্চালনায় ইফতার পূর্বক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণতন্ত্র মঞ্চ জেলা শাখার সহ-সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান বাদল তালুকদার, মাহবুব আলম খান দীপু, জামায়াতে ইসলামী জেলা শাখার সেক্রেটারি আইনজীবী আব্দুস আওয়াল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল, আইনজীবী নজরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেস জেলা শাখার আহবায়ক আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম, সরকারি জাহিদ সফির মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ, গণঅধিকার পরিষদের নেতা মেহেদী হাসান নাঈম, নাগরিক কমিটির নেতা খলিলুর রহমান, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান নির্বাহী এনামুল হক, আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতা শিহাব হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম। ইফতার ও দোয়া মাহফিলে গণতন্ত্র মঞ্চের সকল নেতৃবৃন্দসহ রাজনৈতিক, পেশাজীবি, সামাজিক, সাংস্কৃতিক, কর্মজীবী এবং শ্রমজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)