মাদারগঞ্জ প্রতিনিধি ||
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ৭নং সিধুলী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শ্যামগঞ্জ হাই স্কুল মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিধুলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রতনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও গুনারীতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিধুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিএসসি। এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন