দেওয়ানগঞ্জে যাত্রী বেশে অটো রিক্সা ছিনতাই, গ্রেফতার-২

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


দেওয়ানগঞ্জ প্রতিনিধি ||

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী - কাউনিয়ারচর সড়কে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ে জড়িত অভিযোগে দুই ছিনতাইকারি আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ৬ মার্চ অভিযান পরিচালনা করে তাদেরকে বকশিগঞ্জ থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মামুন ওরফে সুমন (২৭) বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পলাশতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও জাকিরুল (২৫) একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

উল্লেখ্য, গত ০৩ মার্চ রাত ৮.৫০ ঘটিকার সময় উপজেলার ডাংধরা ইউনিয়নের সানন্দবাড়ি-কাউনিয়ারচর সড়কের হারুয়াবাড়ী এলাকায় কাউনিয়ারচর বাজার থেকে সানন্দবাড়ি বাজারে যাওয়ার কথা বলে ইজিবাইক ভাড়া নেয় ৩ ছদ্মবেশী ছিনতাইকারি।  ইজিবাইকটি হারুয়াবাড়ি এলাকায় পৌঁছালে ইজিবাইক চালক জহরুল মোল্লাকে (৪০) মাথায় রড দিয়ে আঘাত করে যাত্রী সেজে থাকা ছিনতাইকারীরা এতে গুরতর আহত হন তিনি।

পরে চালককে রাস্তায় ফেলে দিয়ে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। পরে আহত অবস্থায় জহুরুল মোল্লাকে উদ্ধার করেন স্থানীয়রা।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ে জড়িত অভিযোগে মামুন ওরফে সুমন ও জাহাঙ্গীর নামে দুই ব্যাক্তিকে বৃহস্পতিবার তাদেরকে বকশিগঞ্জ থেকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)