১৭ বছরে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে ----বিএনপি নেতা মামুন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


নিজস্ব প্রতিবেদক ।।

বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, জনগণের নির্বাচিত সরকার এখনো প্রতিষ্ঠা করতে পারে নাই। আমরা জানি ১৭বছরে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রশাসনকে দলীয় করণ করা হয়েছে। দেশকে আওয়ামী দলীয় সম্পদ হিসেবে পরিনত করা হয়েছে। সকল সমস্যা যদি পর্যায়ক্রমে সমাধান করতে যায়, অনেক লম্বা সময়ের প্রয়োজন। এই জন্য নির্বাচিত সরকারের নিকট দ্বায়িত্ব অর্পণ করা উচিত।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে শহরের ফৌজদারি মোড়ে জেলা যুবদল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা মনে করি এই সংকট গুলো সমাধান করতে একটি নির্বাচিত সরকার অতিবিলম্বে প্রয়োজন। আর এর জন্য একটি অবাদ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের নিকট দ্বায়িত্ব অর্পণ করে সংস্কার গুলোর দ্বায়িত্ব নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট এই আহবান জানান।

জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীবের সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় ইফতার পূর্বক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জামালপুর সদর থানা যুবদলের আহবায়ক শফিউর রহমান শফি প্রমুখ।

আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতী মোস্তফা কামাল।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপি ও যুবদলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)