মোঃ সাইদুর রহমান সাদী \
জামালপুরের কুটামনিতে হেল্প ফাউন্ডেশন এর উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপলক্ষে আজ ৩০ মার্চ খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই মহতী কাজে উপস্থিত ছিলেন মুসা কলিমুল্লাহ, মঞ্জুর ই মতিন রকি, হোজাইফ আহমেদ তপু, ইরফান, বাপ্পি, রাজু, মেহেদী হাসান রানা, মোঃ সাইদুর রহমান সাদি, ইসরাফিল, প্রিয়ম, শরিফ, ফখরুল, শিপন, রোবেল, নাঈম ইসলাম, ফরিদ, রাকিব, আব্দুর রহমান রাফে, সাইফুল ইসলাম, এরশাদ, মোঃ আতাউর রহমান সানি, আতাউর রহমান সিফাত, কাউছার, বিপুল, বিদানসহ আরও অনেকে।
এই উদ্যোগ সফল করতে ফাউন্ডেশনের সদস্যদের পাশাপাশি অনেক দানশীল ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক থেকে অর্থ ও উপহার সামগ্রী প্রদান করেন, যাতে দরিদ্ররা ঈদের আনন্দ সবার মতো উপভোগ করতে পারে।
উপহার বাড়ি বাড়ি গিয়ে দিতে গেলে অনেকে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দা একজন বলেন, “ঈদ মানেই আনন্দ, কিন্তু আমাদের মতো গরিবদের জন্য ঈদ কেবল কষ্টের। ছেলেমেয়েদের মুখে হাসি ফোটানোর সামর্থ্য ছিল না। আল্লাহ এই ছেলেগুলোর মঙ্গল করুন, তারা আমাদের অনেক উপকার করেছে।”
এক বিধবা মহিলা বলেন, “আমি একা থাকি, রোজগার করার কেউ নেই। ঈদের বাজার করার চিন্তায় মন খারাপ ছিল। আল্লাহ ওদের ভালো করুক, আজ অন্তত আমার ঘরে একটু ভালো খাবার রান্না হবে।”
হেল্প ফাউন্ডেশনের সদস্য মঞ্জুর ই মতিন রকি বলেন, “আমরা চাই, ঈদের আনন্দ শুধু নির্দিষ্ট কিছু মানুষের মাঝে সীমাবদ্ধ না থেকে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। এটাই আমাদের প্রচেষ্টা।” সংগঠনের আরেক সদস্য হোজাইফ আহমেদ তপু জানান, “গরিব মানুষের মুখে হাসি ফুটলেই আমাদের পরিশ্রম স্বার্থক। আমরা চাই ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের উদ্যোগ নিতে।” এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা হেল্প ফাউন্ডেশন এর সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, সমাজের সকল সামর্থ্যবান মানুষেরই উচিত এভাবে দরিদ্রদের পাশে দাঁড়ানো। হেল্প ফাউন্ডেশন এর সদস্যরা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবেন এবং আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন