মাদারগঞ্জ প্রতিনিধি \
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যে কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবস উদযাপন উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ শাহাদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, মাদারগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আল্পনা জান্নাত, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থী পিংকি আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন