নিজস্ব প্রতিবেদক \
৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যার দিকে পৌর শহরের গোলাপবাগ এলাকার দারোগা মেছ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মেছ মালিক শাহাদাৎ হোসেনের ছেলে সজিব মিয়াকে আটক করেছে পুলিশ। নিহতের স্বজনরা জানায়, গত সোমবার বিকেলে শহরের পশ্চিম নয়াপাড়া এলাকার হুমায়ুন কবির ভুট্টুর ছেলে ইয়াসিন আরাফাত পিয়াস বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে অনেক খোজাখুজি করেও তাকে পাওয়া যায় নি। মঙ্গলবার বিকেলে নিহত পিয়াসের বন্ধু সজিব মিয়া তার পরিবারের কাছে মৃত্যুর খবর দেয়। পরে খবর পেয়ে সজিবের বাসার তিনতলার ছাত্র মেসের এক ছোট্ট কক্ষ থেকে নিহত ইয়াসিন আরাফাত পিয়াসের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত পিয়াসের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। নিহত পিয়াস ও সজিব উভয়েই পূর্ব পরিচিত ও বন্ধু। তিনতলা বাড়ির দোতলায় সজিবের পরিবার বসবাস করেন, নিচতলা ও তিনতলায় ছাত্রদের জন্য মেস ভাড়া দেয়া হয়েছে। এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, ছাত্র মেছ থেকে পিয়াস নামে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ এবং পিবিআই সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের বন্ধু সজিব মিয়া ও তার বাবা মোহাম্মদ শাহাদাত হোসেনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন