মন্তব্য কলাম : এক যুগে পদার্পণের মিলনমেলাকে সাফল্যমন্ডিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

\ মোঃ রাশেদুর রহমান রাসেল \

জামালপুর থেকে প্রকাশিত সর্বশ্রেণির পাঠকের আস্থার শীর্ষে অবস্থান করা অন্যতম জননন্দিত স্থানীয় দৈনিক, সত্য ও ন্যায় সংবাদ প্রকাশের দৃঢ় অঙ্গীকার নিয়ে জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার এক যুগে পদার্পণ উপলক্ষে গতকাল ১ ফেব্রুয়ারি ২০২৫ইং রোজ শনিবার আমরা দিবসটিকে স্মরণীয় করে রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা ও আমাদের প্রাণান্তকর প্রচেষ্টায় জামালপুর শহরের ডাকপাড়া মোড়ে অবস্থিত প্রাকৃতিক শোভামণ্ডিত অপরূপ পার্ক বেম্বো গার্ডেনে সকাল থেকে সমস্ত দিনব্যাপী আয়োজন করেছিলাম এক অভূতপূর্ব মিলনমেলার। আর মহতি এ মিলনমেলায় ছিল বর্ণিল সব আয়োজন। যেমন- আনন্দ শোভাযাত্রা, কেককাটা, আলোচনা সভা, সম্মানিত অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান, প্রীতিভোজ, শুভেচ্ছা কূপন ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আরও ছিল পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশ। প্রকাশনার এক যুগে পদার্পন উপলক্ষে আমাদের এ সকল আয়োজনে যারা অংশগ্রহণ করেছিলেন, বুদ্ধি, পরামর্শ, সময় ও অর্থ দিয়ে আমাদের আয়োজনকে সাফল্যমন্ডিত করেছেন। তাদের সকলকে দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকা পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।

লেখক : সম্পাদক ও প্রকাশক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন, জামালপুর।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)