![]() |
\ মোঃ সাইদুর রহমান সাদী \ |
ভাষা মানুষের আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। একেকটি ভাষা একেকটি জাতির সংস্কৃতি, ইতিহাস ও স্বকীয়তাকে ধারণ করে। কিন্তু কোনো জাতি যদি তার মাতৃভাষার অধিকার থেকে বঞ্চিত হয়, তাহলে তার অস্তিত্বই বিপন্ন হয়ে পড়ে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলাভাষী মানুষ সে সত্য প্রমাণ করেছিল অকাতরে রক্ত বিলিয়ে। সেদিনের সালাম, রফিক, বরকত, জব্বাররা শুধু ভাষার জন্য প্রাণ দেননি, তারা বুঝিয়ে দিয়েছিলেন যে মাতৃভাষার প্রতি ভালোবাসা জাতির আত্মমর্যাদার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই আত্মত্যাগ শুধু এক দিনের ঘটনা নয়, এটি একটি জাতির মুক্তির ভিত্তি স্থাপন করেছিল, যার চূড়ান্ত পরিণতি ১৯৭১-এর স্বাধীন বাংলাদেশ। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১শে ফেব্রুয়ারি সারা বিশ্বে উদযাপিত হয়। কিন্তু আমাদের নিজেদের ভূমিকা কী? আমরা কি আমাদের ভাষার যথাযথ সম্মান রক্ষা করছি? দুঃখজনকভাবে, আমাদের দৈনন্দিন জীবনে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা ও যত্নের অভাব লক্ষ্য করা যায়। শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা চর্চা কমে যাচ্ছে, প্রযুক্তি ও উচ্চশিক্ষায় বাংলার ব্যবহার এখনো সীমিত, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলা ভাষার বিকৃতি ঘটছে। শুধু স্মৃতিসৌধে ফুল দেওয়া ভাষার প্রতি শ্রদ্ধার প্রকৃত প্রকাশ হতে পারে না। আমাদের দায়িত্ব হলো মাতৃভাষার সঠিক চর্চা নিশ্চিত করা, বাংলা ভাষার গৌরব রক্ষা করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই চেতনায় উদ্বুদ্ধ করা। বাংলা ভাষা কেবল আমাদের অতীত নয়, এটি আমাদের ভবিষ্যৎও। আসুন, আমরা ২১শে ফেব্রুয়ারির চেতনাকে শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাংলা ভাষার শুদ্ধ চর্চা, গবেষণা ও প্রচারে নিজেদের নিয়োজিত করি। ভাষার জন্য দেওয়া রক্তের ঋণ শুধুমাত্র ভালোবাসা নয়, দায়িত্বের মাধ্যমেও শোধ করতে হবে। বাংলা ভাষা অমর হোক, ভাষা শহীদদের প্রতি আমাদের অন্তর থেকে শ্রদ্ধা।
লেখক : নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন, জামালপুর।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন