মোঃ আতাউর রহমান সানি \
জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের নিশিন্দী এলাকায় বজলুর রশীদ আল-কুরআন হেফজখানা ও বজলু-রেবা পারিবারিক কবরস্থান এবং গনগ্রন্থাগার নির্মাণ কাজের শুভ উদ্বোধন ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। বজলুর রশীদ আল-কুরআন হেফজখানা ও বজলু-রেবা পারিবারিক কবরস্থান এবং গনগ্রন্থাগার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন নিশিন্দী এলাকার মরহুম বছির উদ্দিন প্রামাণিক এর পুত্র সাবেক ডি.আই.জি প্রিজন্স মোঃ বজলুর রশীদ। অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, বজলুর রশীদের বাড়ির বাহির বাড়ির রাস্তা হতে ১০৮ ফুট পূর্ব দিকে তার ও তার স্ত্রী রাজ্জাকুন নাহার রেবার জমিতে একটি পুকুর খনন করা এবং পুকুরের খননকৃত মাটিদ্বারা পুকুরের পাড় তৈরী, পশ্চিম দিকে একটি বজলুর রশীদ আল-কুরআন হেফজখানা ৪০ ফুট দৈর্ঘ্য এবং ৪০ ফুট প্রস্থের বজলু-রেবা পারিবারিক কবরস্থান, বজলু-রেবা গণগ্রন্থাগার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পূর্বে তিনি প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অনুমোদনের জন্য আবেদন করেছেন বলে জানা যায়।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন