মাদারগঞ্জ প্রতিনিধি ।।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৩ নং গুনারীতলা ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন নব নিযুক্ত প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা নুর আলম। রবিবার সকালে এই দায়িত্বভার গ্রহন করেন। এসময় গুনারীতলা ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরন করেন। এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম বিরবল, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম খাদেমসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ গত ৫ আগষ্টের পর গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু পলাতক থাকায় ইউনিয়নের নাগরিক সেবা বিঘ্নিত হয়। ২৯ জানুয়ারি বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। সেবা নিশ্চিতের লক্ষে গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা আইসিটি কর্মকর্তা নুর আলম কে গুনারীতলা ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেন জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন