ছাইদুর রহমান।।
জামালপুর সদর উপজেলার ২নং শরিফপুর ইউনিয়নের শ্রীরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫, বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মো: ওয়ারেছ আলী মামুন।
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রবিউল আওয়াল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মো: সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক মোকছেদুর রহমান হারুন, মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা বেগম, শরিফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হামিদী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল, শরিফপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান কনক, সাধারণ সম্পাদক নূর ইসলাম প্রমুখ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, এলাকার সুধীবৃন্দ, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন