মাদারগঞ্জ প্রতিনিধি ।।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ১১৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অত্র বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে দিনব্যাপি চলে এ অনুষ্ঠান। জাতীয় সংগীত পরিবেশন,পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড.মোঃ আশরাফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, বিদ্যালয়টির স্থায়ী দাতা সদস্য খালেদ মাহমুদ তালুকদার সোহেল, সাবেক শিক্ষার্থী ইউসুফ হাসান অভি, হলিমিশন শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান সেলিম প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি। এসময় মাদারগঞ্জ সার্কেলের এএসপি সাইদুর রহমান,মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার শফিকুল হায়দার, অন্যান্য শিক্ষক কর্মচারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন