![]() |
\ মোঃ রাশেদুর রহমান রাসেল \ |
ভাষা মানুষের পরিচয়ের মূল উৎস। মাতৃভাষা শুধু ভাব প্রকাশের মাধ্যম নয়, এটি একটি জাতির সংস্কৃতি, ঐতিহ্য ও স্বকীয়তার প্রতীক। আমাদের বীর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার অধিকার শুধু বাংলাদেশের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক পরিসরেও এটি এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ছিল বাংলা ভাষার অস্তিত্ব রক্ষার লড়াই। সালাম, রফিক, বরকত, জব্বারসহ নাম না জানা আরও অনেকে বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছিলেন যে ভাষার জন্য লড়াই করা যায়, প্রাণও দেওয়া যায়। তাদের এই আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ২১শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়। ইউনেস্কোর স্বীকৃতির মাধ্যমে এটি সকল জাতির মাতৃভাষার অধিকারের প্রতীক হয়ে উঠেছে।
কিন্তু প্রশ্ন থেকে যায়, আমরা কি সত্যিই ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করতে পেরেছি? বাংলা ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা কতটুকু? আধুনিক যুগে আমরা মাতৃভাষার চর্চার চেয়ে ইংরেজি বা অন্য ভাষার প্রতি বেশি ঝুঁকে পড়ছি। বাংলার শুদ্ধ উচ্চারণ ও বানানের প্রতি আমাদের সচেতনতা কমে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনিক স্তরে বাংলা ব্যবহারের ক্ষেত্রে এখনো অনেক চ্যালেঞ্জ বিদ্যমান।
২১শে ফেব্রুয়ারির চেতনা কেবল স্মরণীয় নয়, এটি প্রতিদিনের অনুপ্রেরণা হওয়া উচিত। নতুন প্রজন্মকে মাতৃভাষার গুরুত্ব বোঝাতে হবে, বাংলা ভাষার সঠিক চর্চা ও মর্যাদা রক্ষার জন্য সচেষ্ট হতে হবে। প্রযুক্তির ভাষাতেও বাংলার অবস্থান সুদৃঢ় করতে হবে।
আসুন, আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে বাংলা ভাষার প্রচার, প্রসার ও সঠিক ব্যবহারের জন্য কাজ করি। ভাষা শহীদদের আত্মত্যাগের প্রকৃত সম্মান জানাতে হলে শুধু ২১শে ফেব্রুয়ারি পালন করলেই হবে না, বরং সারা বছরই মাতৃভাষার প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ বজায় রাখতে হবে।
বাংলা ভাষা চিরজীবী হোক। ভাষা শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।
লেখক : সম্পাদক ও প্রকাশক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন, জামালপুর।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন