পাঠকের হৃদয়ে ১২ বছরের পদার্পণ—দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

✍তাহমিনা তরফদার \

সময়ের পরিক্রমায় ১২ বছরে পদার্পণ করল দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকা। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, নিরপেক্ষ সংবাদ পরিবেশন এবং সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এই পত্রিকাটি। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীলতা, সত্যতা ও সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই দৈনিক। হাটি হাটি পা পা করে দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন আজ এক দশকেরও বেশি সময় ধরে মানুষের আস্থা অর্জন করে চলেছে। সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠা, সামাজিক অসঙ্গতি তুলে ধরা, ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়া—এসবই পত্রিকাটির দায়িত্বশীল ও গণমুখী সাংবাদিকতার প্রমাণ। পত্রিকাটির আজকের সাফল্যের পেছনে রয়েছে একদল নিষ্ঠাবান, দক্ষ ও পরিশ্রমী সাংবাদিক ও সম্পাদক মণ্ডলীর নিরলস প্রচেষ্টা। সংবাদপত্রের দায়িত্ব কেবল খবর প্রচার করা নয়, বরং ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়ানো, সমাজের অগ্রগতিতে ভূমিকা রাখা। দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন ঠিক এই কাজটিই সফলতার সঙ্গে করে চলেছে। 

আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক, নির্বাহী সম্পাদক, প্রতিবেদক, ফটো সাংবাদিক এবং প্রযুক্তি ও ডিজিটাল বিভাগের সকল সদস্যদের, যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই পত্রিকাটিকে আজকের উচ্চতায় পৌঁছে দিয়েছেন।

একটি সংবাদপত্রের প্রকৃত শক্তি তার পাঠক। এই ১২ বছরে যারা পত্রিকাটিকে নিরন্তর সমর্থন দিয়ে এসেছেন, সমাজ পরিবর্তনে তাদের সচেতন অংশগ্রহণ পত্রিকার কাজকে আরও বেশি অর্থবহ করে তুলেছে। পাঠকদের ভালোবাসা এবং তাদের আস্থাই পত্রিকার এগিয়ে চলার মূল অনুপ্রেরণা।

আমি আশা করি, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন ভবিষ্যতেও তার নিরপেক্ষতা বজায় রেখে সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। সত্যের পক্ষে দাঁড়ানো, ন্যায়বিচারের কথা বলা, অসহায়ের কণ্ঠস্বর হয়ে ওঠা—এসবই যেন পত্রিকাটির নীতি ও আদর্শ হয়।

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার ১২ বছরে পদাপর্ণ উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি!


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)