মাদারগঞ্জে তারুণ্যের মেলা ও যুব উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


মাদারগঞ্জ প্রতিনিধি ।।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় "এসো দেশ বদলাই, পৃথিবীর বদলাই" এই প্রতিপাদ্য কে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে  তারুণ্যের মেলা ও যুব উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চত্বরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে তারুণ্যের মেলা ও যুব উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তারুণ্যের মেলা উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েদা খানম লিজা, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রিজভী আহম্মেদ,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, উপজেলা জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মাদারগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবীর, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান ব্যক্তিগন উপস্থিত ছিলেন।  মেলায় যুব উদ্যোক্তাদের ১৪টি পণ্য স্টল প্রদর্শনী করেন। মেলা শেষ যুব উদ্যোক্তাদের মাঝে পুরস্কার  বিতরণ করেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)