![]() |
✍আবজাল খাঁন \ |
সময়ের ধারাবাহিকতায় ১২ বছরে পা রাখল দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন। এই দীর্ঘ যাত্রায় সত্য ও ন্যায় সংবাদ প্রকাশের পক্ষে অবিচল থেকে সমাজের দর্পণ হিসেবে কাজ করে আসছে দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকাটি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনসচেতনতা বৃদ্ধি এবং ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়ার মাধ্যমে গণমানুষের আস্থা অর্জন করেছে এই পত্রিকা। ২০১৪ সালের ২৯ মার্চ যাত্রা শুরু করা দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন আজ সাংবাদিকতার জগতে একটি অনন্য নাম। সঠিক তথ্য প্রকাশ, নিরপেক্ষতা বজায় রাখা এবং সত্যের পক্ষে অবস্থান নেওয়ার যে কঠিন দায়িত্ব একটি সংবাদপত্রের থাকে, তা সফলতার সঙ্গে পালন করে চলেছে এই দৈনিক। একটি পত্রিকার সফলতার পেছনে থাকে নিরলস পরিশ্রমী একটি দল। আমি কৃতজ্ঞতা জানাই সম্পাদক ও প্রকাশক, বার্তা সম্পাদক, প্রতিবেদক, আলোকচিত্রী, ডিজিটাল টিম ও অন্যান্য কলাকুশলীদের, যাঁদের কঠোর পরিশ্রমের ফলে পত্রিকাটি আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছে। তাঁদের নিরলস প্রচেষ্টা ও পেশাদারিত্বই পাঠকদের কাছে এই পত্রিকাটিকে বিশ্বাসযোগ্য করে তুলেছে।
একটি সংবাদপত্র কেবল সাংবাদিকদের শ্রমে গড়ে ওঠে না, পাঠকদের ভালোবাসা ও সমর্থনই তাকে এগিয়ে নিয়ে যায়। যারা দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন-এর পাশে ছিলেন, নিয়মিত পত্রিকাটি পড়েছেন, মতামত দিয়েছেন, সমালোচনা করেছেন—তাঁদের সবার প্রতিই রইল আন্তরিক কৃতজ্ঞতা। কারণ পাঠকরাই প্রকৃত শক্তি, যাঁদের জন্য এই পত্রিকার প্রতিটি খবর, প্রতিবেদন ও বিশ্লেষণ মূল্যবান। আমি বিশ্বাস করি, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকবে। সমাজ পরিবর্তনের পথে, দুর্নীতি উন্মোচনে, মানবাধিকারের পক্ষে এবং দেশ ও জনগণের কল্যাণে এই পত্রিকাটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ১২ বছরে পদাপর্ণ উপলক্ষে পত্রিকার সঙ্গে যুক্ত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন-এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন