ফুলবাড়ী,(কুড়িগ্রাম) সংবাদদাতা ।।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেঁকে বসেছে শীত। শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। পর্যাপ্ত শীত বস্ত্রের অভাবে শীতে ভোগান্তি বেড়েছে হতদরিদ্র অসহায় মানুষদের। এমন পরিস্থিতিতে হতদরিদ্র এসব মানুষের মাঝে পর্যায়ক্রমে সরকারিভাবে কম্বল বিতরণ করা হচ্ছে। এর পাশাপাশি উপজেলায় বিভিন্ন সামাজিক সংগঠন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ৪ জানুয়ারি শনিবার সকাল দশটায় শাহ্ বাজার উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে
নব-জাগরণ স্বেচ্ছাসেবী সংগঠন নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে।
সংগঠনটির সভাপতি ও সাংবাদিক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরের সভাপতিত্বে কম্বল বিতরণের সময় শাহ বাজার এএইচ সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ নজরুল ইসলাম মিঞা, শাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাসান আলী, ফুলবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক জাকারিয়া মিঞা, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য রমজান আলী, নব-জাগরণ সমাজসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা আশিকুর রহমান আশিক, সিনিয়র সহ-সভাপতি শামীমা আক্তার, উপ-চিকিৎসা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান পিপলু, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিউর রহমান স্বাধীন, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী মিয়া,আশিকসহ নব-জাগরণ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন