মন্তব্য কলাম : সকলকে ইংরেজি নববর্ষ -২০২৫ উপলক্ষে মঙ্গলময় শুভেচ্ছা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

\ মোঃ রাশেদুর রহমান রাসেল \

সকলকে দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকা পরিবারের পক্ষ থেকে জানাই ইংরেজি নববর্ষ -২০২৫ উপলক্ষে মঙ্গলময় শুভেচ্ছা- শুভ নববর্ষ। নববর্ষের মূল সুর হলো নতুনের আগমন। আর নতুন মানেই নতুন জীবন ও নতুন আশা। পুরোনোর অর্জনকে রক্ষা আর ব্যর্থতা ডিঙানোর সুযোগই নতুন দিনের প্রধান বার্তা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় তাই বলা যায়, ‘নব অতিথিরে তবু ফিরাইতে নাই কভু—/ এসো এসো নূতন দিবস!/ ভরিলাম পুণ্য অশ্রুজলে/ আজিকার মঙ্গলকলস। খ্রিষ্টীয় নববর্ষে সবার মঙ্গল হোক।’

২০২৪ সাল চিরতরে পেছনে চলে গেল। ২০২৫ সালের নতুন সূর্যের আগমন যেন জানিয়ে দিল—জীবন বয়ে চলেছে সামনের দিকে। সবার সব শুভ স্বপ্ন বাস্তবায়নের বছরব্যাপী সুযোগ আমাদের সামনে। গত বছর যা কিছু আমরা হারিয়েছি, যে স্বজন ও বান্ধবদের জীবনের পরপারে চলে যেতে হয়েছে; আমাদের আশা, নতুন বছরে তাদের স্মৃতি উজ্জ্বল হবে এবং বিলীন হবে তাদের শোক।আমাদের প্রত্যাশা দেশের সব শ্রেণি-পেশার মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় এই সংকটের উত্তরণ হবে। আমাদের প্রত্যাশা নতুন বছরে এই অঙ্গীকার বাস্তবায়নের পথ আরও সুগম হবে। সারা বিশ্বের শান্তিকামী মানুষের মতো আমাদেরও প্রত্যাশা নতুন বছরে যুদ্ধমুক্ত হবে পৃথিবী, বিদ্যমান সংকটের অবসান ঘটবে। আঁধার পেরিয়ে নতুন আশার আলোয় উজ্জীবিত হবে সারা বিশ্বের মানুষ। পরিশেষে আমরা আমাদের সব পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা এবং শুভানুধ্যায়ীদের ইংরেজি ২০২৫ নতুন বছরের শুভেচ্ছা জানাই। আমরা মনে করি, আপনারাই আমাদের অনিঃশেষ প্রেরণার উৎস।

লেখক : সম্পাদক ও প্রকাশক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন, জামালপুর।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)