ছাইদুর রহমান ।।
জামালপুর সদর উপজেলার নান্দিনাস্থ ৯নং রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর গ্রামে বাংলাদেশ টেলিভিশন (বিটিভির) নাট্য নির্মাতা, অভিনেতা, পরিচালিক ও কবি, প্রাবন্ধিক মুনির হাসান চৌধুরী তারার বসতবাড়ী চৌধুরী ভিলাতে দুষ্কৃতকারীর দল হানা দিয়ে ঘরের জিনিসপত্র তছনছ ও ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। এনিয়ে আতঙ্ক বিরাজ করছে বাড়ীর লোজনের মাঝে।
অভিযোগে প্রকাশ, মঙ্গলবার রাতে এক দল দুষ্কৃতকারী চৌধুরী ভিলার লৌহ দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এছাড়া পৃথক একটি ঘরের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে ঘরের আসবাপত্র উলট পালট করেছে। স্টীলের আলমারির তালা ভেঙ্গে ড্রয়ার খুলে বের করে আনে। এবং তল্লাসি করে। ঘরের কাপড় চোপড় ও বিভিন্ন মালামাল তছনছ করে। খোঁজতে থাকে টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার। এমন ঘটনার পর দুষ্কৃতকারী পালিয়ে যায়। ঘটনার সময় ঘরে কেউ ছিল না।
চৌধুরী ভিলার মালিক নাট্য নির্মাতা মুনির হাসান চৌধুরী তারার সাথে কথা হলে তিনি জানান, আমরা পরিবার পরিজন নিয়ে ঢাকায় থাকি। বছরের অধিকাংশ সময় বাড়ীতে থাকি না। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতকারীরা ঘরের ভিতরে প্রবেশ করে মালামাল লুটের চেষ্টা করেছে। ভাংচুরের মাধ্যমে বাড়ীর ক্ষতিসাধন করেছে। দুষ্কৃতকারীদের এমন কর্মকান্ডের বিষয়টি নিকট স্বজনদের মাধ্যমে জানতে পেরেছি। আমার বাড়ীর অন্যান্য লোকজনের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন