নান্দিনার চকবেলতৈলে আগুনে পুড়ে গেছে ৫০ হাজার ধানের আটি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


ছাইদুর রহমান।। 

জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজার অদূরে চকবেলতৈলে আগুনে পুড়ে গেছে ৫০ হাজার আমন ধানের আটি। গত রোববার ৫ জানুয়ারি রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুক্তার হোসেন।

জানা গেছে, ৯নং রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর গ্রামের মৃত সিদ্দিক আহমেদের ছেলে মুক্তার হোসেন গো-খাদ্য হিসেবে গ্রামে গ্রামে ঘুরে কৃষকের বাড়ী থেকে আমন ধানের আটি ক্রয় করে চকবেলতৈল কেজি স্কুল সংলগ্ন স্থানে পল্লা দেন। ছয় টাকা পিচ হিসেবে প্রায় ৫০ হাজার আটি ক্রয় করেন তিনি। আটি ক্রয়, লেবার খরচ ও পরিবহন খরচসহ তার মোট সাড়ে ৩ লাখ টাকা ব্যয় হয়।

মুক্তার হোসেনের সাথে কথা হলে তিনি জানান, ঘটনার সময় আমি চকবেলতৈল বাজারে ছিলাম। এমন সময় সংবাদ পাই আমার মজুদকৃত ধানের আটির পাল্লায় আগুন লেগেছে। সাথে সাথে লোকজন নিয়ে আমি ঘটনাস্থলে যাই। সাথে সাথে বিষয়টি জামালপুর ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের দুটি গাড়ী এসে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন। কিন্তু তার আগেই আমার সব পুড়ে শেষ হয়ে যায়।

মুক্তার হোসেন আরো জানান, গত কয়েক বছর আগে একইভাবে আমার ক্রয়কৃত ধানের আটির পাল্লা দুইবার আগুনে পুড়ে যায়। এ নিয়ে মোট ৩ বার আমার আটির পাল্লা পুড়লো। এ ঘটনার সাথে কে কারা জড়িত থাকতে পারে এমন প্রশ্ন করা হলে তিনি জানান, রাতের অন্ধকারে কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষিণিকভাবে আমি তো বুঝতে পারছি না। তবে আমার বিরোধকারীরাই এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানান তিনি।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)