নিজস্ব প্রতিবেদক ||
সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুরের দর্শন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও উপাধ্যক্ষ প্রফেসর খেলনা রানী দেব এর অবসরোত্তর ছুটিতে গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুরের দর্শন বিভাগের আয়োজনে বিভাগীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুরের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুরের শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম। সভাপতিত্ব করেন, সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুরের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান তাহমিনা জান্নাত। সঞ্চালনা করেন সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুরের দর্শন বিভাগের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম। এসময় কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন