ফুলবাড়ী( কুড়িগ্রাম) সংবাদদাতা ।।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভাঙ্গামোড় ইউনিয়ন বিএনপি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল রাউন্ডের প্রথম খেলা। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে রায়গঞ্জ ফুটবল একাদশ ও ভিতরবন্দ ফুটবল একাদশের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়।
বিএনপি ভাঙ্গামোড় ইউনিয়ন শাখার সভাপতি জনাব বেলাল হোসেন ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা শাখার সাবেক ছাত্রদল ও যুবদল সভাপতি জনাব সামসুজ্জামান হাসু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বিএনপি ফুলবাড়ী সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জনাব মশিউর রহমান,কৃষকদল ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি জনাব হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক জনাব মমিনুল ইসলাম মমিন,সাবেক ছাত্রদল ও যুবদল নেতা গোলাম মর্তুজা বকুল,যুবদল নেতা জনাব আরিফুল ইসলাম আরিফ,যুবদল নেতা জনাব আলতাব হোসেন,ভাঙ্গামোড় ইউনিয়ন শাখার ত্যাগী নেতা মজিবুল হক ব্যাপারী প্রমুখ।
বিপুলসংখ্যক দর্শক খেলা উপভোগ করতে উপস্থিত হন।
প্রধান অতিথি জনাব সামসুজ্জামান হাসু বলেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমি সবসময় এমন ইতিবাচক উদ্যোগের পাশে আছি। তবে, বর্তমান ফ্যাসিস্ট সরকার জনগণের অধিকার হরণ করে চলেছে। শেখ হাসিনা এখন এক কাপড়ে দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছেন।”
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
উল্লেখ্য, স্থানীয় যুবসমাজের মাঝে ক্রীড়া চেতনা বৃদ্ধির লক্ষ্যে এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন