ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা ।।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান পরিচালনা করে শরীরের মধ্যে বিশেষ কায়দায় ফিটিং করে মাদকদ্রব্য গাঁজা বহনকালে দুই মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার কদমতলা নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করে শরীরের মধ্যে বিশেষ কাঁদায় ফিটিং অবস্থায় তিন কেজি গাঁজাসহ মাদক কারবারি পলাশ (২৩) ও ইকবাল হোসেনকে (২৪) গ্রেফতার করে পুলিশ। আটক ওই মাদক কারবারি পাবনা জেলার পশ্চিম সাধুপাড়া ও সরষি সোনাতলার মঞ্জিল ও মৃত আব্দুল আউয়ালের ছেলে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ জানান, আটক ওই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন