ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা ।।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে বিলকিস বেগম (৪১) নামের এক দুই সন্তানের জননী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা কদমতলা গ্রামে। বিলকিস বেগম উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাই কাজী গ্রামের সিরাজুল হকের স্ত্রী ।
এলাকাবাসী সূত্রে জানাগেছে,বিলকিস বেগম স্বামীর বাড়িতে দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভূগে রংপুরসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে আসছিলেন, গত তিন মাস ধরে বাবা মৃত বাদশা মিয়ার বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন,কিন্তু চিকিৎসা নেয়ার পরও শারীরিক সমস্যার উন্নতি না হলে শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আজ ৩ জানুয়ারি শুক্রবার সকাল ৯ টায় সবার অজান্তে বাড়ির গোয়াল ঘরে ধরনার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি, পরিবার ও তার স্বামীর অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে, তবে এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি ইউ ডি মামলা দায়ের করা হবে।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন