মাদারগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


মাদারগঞ্জ প্রতিনিধি ।।

জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মাদারগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিশাল একটি র‍্যালি  বের হয়ে বালিজুড়ী বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জাগায় এসে শেষ হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রতন, উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক মোখলেছুর রহমান, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু প্রমুখ। আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি শাজাহান শাওন। উপজেলা ছাত্র দলের আহবায়ক মেহেদী হাসান টুটুলের সভাপতিত্বে ও সদস্য সচিব ফাহাদ হোসেনের সঞ্চালনায়  বক্তব্য রাখেন উপজেলা  ছাত্র দলের  সিনিয়র  যুগ্ম  আহবায়ক রাকিবুল ইসলাম  বকুল,  উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান সৌরভ খান, পৌর ছাত্রদলের আহবায়ক  জাহিদুল, কলেজ ছাত্র দলের আহবায়ক  শামীম আহমেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও কলেজ ছাত্র দলের নেতাকর্মী বৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)