ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা \
কুড়িগ্রামের আফাদ-এর প্রধান কার্যালয়ে সিএসও হাব এর কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার শেষ বিকেলে ইউরোপীয়ান ইউনিয়ন দাতা সংস্থার যৌথ অনুদানে, একশনএইড বাংলাদেশ ও সেন্টার ফর পিস এন্ড জাস্টিস, ব্র্যাক ইউনিভার্সিটি এর যৌথ সহযোগিতায় সুশীল (সাপোর্টিং দ্যা ইউনিটি এন্ড সাসটেইনএ্যাবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও’স) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি এন্ড রুল’স অব-ল-ইন বাংলাদেশ) নামক প্রকল্প কুড়িগ্রাম জেলায় বাস্তবায়নে উদয়াঙ্কুর সেবা সংস্থা কাজ করে যাচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, ফুলবাড়ী, কুড়িগ্রাম সদর, উলিপুর ও চিলমারী উপজেলার মোট ১৫ টি নাগরিক সমাজ সংগঠন (সিএসও) এর সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকারসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করছে। জেলায় সিএসও’র কার্যক্রম চলমান রাখার স্বার্থে ১৫ টি নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে জেলা হাব এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি সাইদা ইয়াছমিন, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক রশীদ আলী, যুগ্ম সম্পাদক বিউটি বেগম,কোষাধক্ষ্য মালাদেব, সাংগঠনিক সম্পাদক ফরিদা ইয়াছমিন, যুব সম্পাদক মাসুদ রানা, সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)। সভায় কুড়িগ্রাম জেলাকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আদেশ সদস্যরা আব এর সদস্যরা।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন