মাদারগঞ্জ প্রতিনিধি ।।
জামালপুরের মাদারগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে৷ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার এই প্রতিপাদ্য কে সামনে রেখে ওয়াকাথন, মুক্ত আড্ডা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েদা খানম লিজা। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহবায়ক শাহিদুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রকি রায়হান ও আহত সিয়াম আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রেসক্লাবের সদস্য বজলুর রহমান খান প্রমূখ। এ সময় উপজেলা সমাজসেবা অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন