মাদারগঞ্জ প্রতিনিধি ||
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে জেলা প্রশাসক হাছিনা বেগমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশার (ভূমি) সায়েদা খানম লিজা। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন, উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক শাহিদুজ্জামান চৌধুরী, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা জাহান, সিধুলী ইউনিয়ন পরিষদের সচিব তোজাম্মেল হক, এনজিও প্রতিনিধি সাইদুর রহমান প্রমূখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সাংবাদিক, ইউপি সচিব, এনজিও প্রতিনিধিসহ স্থায়ীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন