নান্দিনা অঞ্চলে গরু চুরির হিড়িক

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


ছাইদুর রহমান।। 

জামালপুর সদর উপজেলার নান্দিনা ও এর পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন গ্রামে গৃহস্থের গোয়ালঘর থেকে গরু চুরির হিড়িক পড়েছে। প্রায় প্রতি রাতেই চুরি হচ্ছে গরু, মহিষ ও ছাগল। এতে কৃষকরা দিশেহারা পয়ে পড়েছে।

জানা গেছে, মঙ্গলবার ১৪ জানুয়ারি রাতে সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের পশ্চিম জামিরা গ্রামের আইন সরকারের বাড়ীর হাসান মাহমুদের গোয়ালঘরে হানা দিয়ে দুটি গরু চুরি করে পালিয়েছে চোরের দল। হাসান মাহমুদ বুধবার সকালে গোয়ালঘরে গিয়ে দেখেন তার গোয়ালঘরের তালা ভাঙ্গা, দরজা খুলা। ভিতরে দুটি গরু নেই। গরু দুটির মূল্য প্রায় দুই লাখ টাকার উপরে বলে জানান তিনি। গরু চুরি হওয়ায় তার পরিবার কান্নায় ভেঙ্গে পড়েন। অনেক কষ্টে তারা গরুগুলো লালন পালন করেছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)