ছাইদুর রহমান।।
জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের গোপালপুর বাজার এলাকায় রাজিব বাসের ধাক্কায় ছোয়াদ (৯) নামে এক মাদ্রাসা ছাত্র মারা গেছে। সোমবার ১৩ জানুয়ারি সন্ধ্যায় গোপালপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছোয়াদ ওই এলাকার গেন্দা মিস্ত্রির ছেলে। ওদিকে গতকাল মঙ্গলবার রাজিব বাসসহ সকল প্রকার যানবাহনের গতি কমানোর দাবি জানিয়ে সড়ক অবরোধের মাধ্যমে বিক্ষোভ করেছে স্থানীয়রা।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা মাদ্রাসা ছাত্র ছোয়াদকে দ্রুতগামী রাজিব পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। গুরুতর জখম অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডা: তাকে মৃত বলে ঘোষণা করেন।
মাদ্রাসা ছাত্র ছোয়াদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল মঙ্গলবার দুপুরে বিক্ষুব্ধ লোকজন গোপালপুর বাজার এলাকার রাস্তায় নেমে আসে। তারা রাজিব বাসসহ অন্যান্য সকল প্রকার গাড়ীর গতি হ্রাসের দাবি জানান। এসময় গোপালপুরে প্রধান সড়কে কিছুক্ষণের জন্য চলাচলকারী রাজিব বাসসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌছে গাড়ীর গতি কমানোর সাথে একমতো হয়ে বিক্ষুব্ধকারীদের বুঝানো হলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন