মাদারগঞ্জে রাফিউল ইসলাম হিটলারের তিরোধান দিবস উপলক্ষে স্মরণ উৎসব

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


মাদারগঞ্জ প্রতিনিধি \

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শাহ সূফী হযরত কালু শাহ পাগলের শিষ্য রাফিউল ইসলাম হিটলার পাগলের প্রথম তিরোধান দিবস উপলক্ষে স্মরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার রাতে উপজেলার জোনাইল বাজার কালু শাহ পাগলের মাজার প্রাঙ্গণে এ স্মরণ উৎসব অনুষ্ঠিত হয়। স্মরণ উৎসবে কালু শাহ পাগল ও শিষ্য রাফিউল ইসলাম হিটলারের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন- মাদারগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রকিব লিটন, কালু পাগলের মাজারের সভাপতি ও খাদেম নূরনবী তরফদার, মাদারগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, কালু শাহ পাগলের ভক্ত আবু হাশেম তরফদার, মোশারফ চিশতি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালু শাহ পাগলের ভক্ত বজলুর রহমান খান। স্মরণ সভার আয়োজন করেন- কালু শাহ পাগলের ভক্ত ফরহাদ হোসেন, আব্দুল খালেক, জাহিদুল ইসলাম, মো. মিষ্টার, মো. সেলিম, দুলাল সাধু ও শাহ মো. জাহাঙ্গীর আলম বুলবুল। অনুষ্ঠানে জাতীয় শিল্পী দ্বারা গান পরিবেশন করা হয়। এসময় কালু শাহ পাগলের ভক্তরা উপস্থিত ছিলেন। 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)