কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। শুক্রবার ১০ জানুয়ারি দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের খেজুরের তল এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি শফিকুল ইসলাম (৪২) কে আটক করা হয়। আটক শফিকুল ইসলাম শিমুলবাড়ী ইউনিয়নের মৃত কাচু মাহমুদের ছেলে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন