ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা ।।
মাদক ছেড়ে মাঠে চল খেলায় হলো মনের বল এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে ৩১ডিসেম্বর মঙ্গলবার ভাঙ্গামোড় ইউনিয়ন বিএনপি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে (আয়োজিত খেলায় মুখোমুখি কুড়িগ্রাম ফুটবলদল ও খড়িবাড়ী ফুটবল দল, ফুলবাড়ী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আসাদুজ্জামান লিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু তালেব খন্দকার, প্রধান শিক্ষক, নজর মামুদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়; এস এম ইদ্রিস আলী সহকারী শিক্ষক, নগরাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়, আমজাদ হোসেন ব্যাপারী, ভাঙ্গামোড় ইউনিয়ন বিএনপি,ফজলুল হক, সহকারী শিক্ষক, নজর মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাব্বির রহমান রিক্ত, আব্দুল সালাম, এস এম সাজেদুল ইসলাম প্রমুখ ।
বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলাটি জমে ওঠে। প্রধান অতিথি মামুনুর রশিদ বলেন,খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন প্রশংসনীয়। আমি সবসময় এমন ইতিবাচক উদ্যোগের পাশে আছি, প্রধান অতিথি মামুনুর রশিদ বলেন, "খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক মুক্ত করবে অপসংস্কৃতি থেকে দূরে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। শুধু তাই নয়, খেলাধুলা যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক শক্তি হিসেবে কাজ করে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। আমি এমন ইতিবাচক উদ্যোগের পাশে থাকবো সবসময়, উদ্বোধনী খেলাটি উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন